রেসিং সান্তান্দেরকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল। দ্বিতীয় স্তরের দল রেসিংয়ের মাঠে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে শেষ ষোলোয় ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।
রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের তিন দিন পর মাঠে নেমে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতল কাতালান দলটি। পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। রেসিংয়ের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল।
স্টেডিয়ামের চারপাশের নিরাপত্তাজনিত কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে। সুপার কাপ জয়ী বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় রেসিং।
লা লিগা-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রেসিং নবম মিনিটে বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায়। সুলেমান কামারার প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে পাঠান হোয়ান গার্সিয়া। ২১তম মিনিটে গোলরক্ষক বরাবর শট করেন গুলিয়াশভিলি। প্রথমার্ধে গোলের জন্য এই দুটি শটই নিতে পারে স্বাগতিকরা।
বার্সেলোনা প্রথমার্ধে প্রায় ৮২ শতাংশ পজেশন রাখলেও তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেননি ইয়ামাল, মার্কাস র্যাশফোর্ডরা। এই সময়ে গোলের জন্য লা লিগা চ্যাম্পিয়নরা ৫টি শট নিতে পারলেও লক্ষ্যে রাখতে পারে কেবল একটি। বিরতির ঠিক আগে র্যাশফোর্ডের সেই শট রেসিংয়ের এক ডিফেন্ডারের পায়ে লাগার পর আটকে দেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে রেসিংয়ের ওপর চাপ বাড়ায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে ইয়ামালের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর ভালো সুযোগ পান র্যাশফোর্ড। ইয়ামালের থ্রু বল বক্সে পেয়ে ইংলিশ ফরোয়ার্ডের নেওয়া শট ব্যর্থ করে দেন গোলরক্ষক। একটু পর তার আরেকটি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৬৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দারুণ পাস দেন ফের্মিন লোপেস। সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন তরেস। এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল নিয়ে ফাঁকা জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড।
এরপরই তরেস, র্যাশফোর্ড ও দানি ওলমোর বদলি হিসেবে রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও পেদ্রিকে নামান বার্সেলোনা কোচ। ৭৯তম মিনিটে লোপেস ও লেভানদোভস্কির প্রচেষ্টা ঠেকান রেসিং গোলরক্ষক। এর আগে-পরে দুবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি স্বাগতিকরা।
পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রেসিং। ওয়ান-অন-ওয়ানে মানেক্স লোসানোর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গার্সিয়া। পরের মিনিটে জয় নিশ্চিত করেন ইয়ামাল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে অন্য পাশে রাফিনিয়াকে পাস দেন স্প্যানিশ তারকা। সতীর্থের ফিরতি পাস পেয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি।
শেষ আটে আথলেতিক বিলবাও, আলাভেস, আলবাসেতে, আতলেতিকো মাদ্রিদ, রেয়াল বেতিস, রেয়াল সোসিয়েদাদ ও ভালেন্সিয়ার সঙ্গী হলো বার্সেলোনা। পরের ম্যাচে আগামী রবিবার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবেন ইয়ামাল-রাফিনিয়ারা।

