ঊরুর চোটে লুকা মদ্রিচের কোপা দেল রের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে তাকে নিয়ে এবার আশার কথা শোনালেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচ জানালেন, সেরে উঠছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
লা লিগায় গত মঙ্গলবার জিরোনার বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচে মদ্রিচকে দ্বিতীয়ার্ধে তুলে নেন আনচেলত্তি। ওই ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, কোপা দেল রের ফাইনালে ৩৭ বছর বয়সী এই তারকার খেলার ব্যাপারে তিনি নিশ্চিত নন। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
কোপা দেল রে ফাইনালের পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগ হবে আগামী ৯ মে।