কোপা আমেরিকার ড্র: কোন গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল?

0

কোপা আমেরিকার মহারণ শুরু হতে দশ মাস বাকি থাকলেও এখনই উত্তাপ ছড়াতে শুরু করেছে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক শ্রেষ্ঠত্বের এই লড়াই। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে আজ হয়ে গেল ড্র-এর আয়োজন।

২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। যেখানে ‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা। সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া এবং প্যারাগুয়ের মত প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।

একনজরে কোপা আমেরিকা -২০২৪ এর গ্রুপ: 

গ্রুপ এ – আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১) 

গ্রুপ বি – মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ সি – যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।  

গ্রুপ ডি – ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here