আন্তর্জাতিক ফুটবলে এদিনসন কাভানির পথচলা থমকে ছিল অনেক দিন ধরেই। এবার তা পাকাপাকিভাবেই থামিয়ে দিলেন তিনি। উরুগুয়ের হয়ে আর দেখা যাবে না ৩৭ বছর বয়সী স্ট্রাইকারকে। এবারের কোপা আমেরিকা দলে কাভানিকে দলে রাখার সম্ভাবনা সামান্যই ছিল। তবে এর আগেই অবসরের ঘোষণা দিলেন বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড। উরুগুয়ের ২০১১ কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
সেই ২০০৮ সালের ফেব্রুয়ারিতে উরুগুয়ের জার্সিতে প্রথমবার মাঠে নামেন তিনি। এরপর দীর্ঘ পথচলায় দেশের হয়ে খেলেছেন তিনি ১৩৬ ম্যাচ। গোল করেছেন ৫৮টি। দুটিতেই তিনি উরুগুয়ের দ্বিতীয় সর্বোচ্চ। গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের পর অবশ্য দেশের হয়ে আর তাকে খেলতে দেখা যায়নি। গত বছর তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও চোটের কারণে তা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত তার ফেরা আর হচ্ছেও না।
ক্লাব ফুটবলে কাভানি খেলেছেন পালের্মো, নাপোলি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ভালেন্সিয়ায়। সেরা সময় কেটেছে তার পিএসজিতে। প্যারিসের ক্লাবটির হয়ে জিতেছে ৬টি ফরাসি লিগ ও ৫টি ফরাসি কাপসহ মোট ২১টি ট্রফি।পিএসজিতে ৭ বছর কাটিয়ে ২০২০ সালে তিনি পাড়ি জমান মানচেস্টার ইউনাইটেডে। সেখান থেকে ২০২২ সালে ভালেন্সিয়ায় গিয়ে গত বছর ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে নাম লেখান আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে। গত বুধবারই কোপা সুদামেরিকানায় দলের ৪-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেছেন তিনি।