কোপায় আর্জেন্টিনাকেই ফেভারিট মানছেন ব্রাজিল তারকা

0

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল–আর্জেন্টিনা। যদিও সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদেরই শীর্ষ ফেভারিট হিসেবে দেখছেন ফুটবল বিশারদরা। সেই দলে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপে। লিওনেল মেসি না থাকলেও বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে থাকবে বলে মত ব্রাজিল জাতীয় দলে ৪ ম্যাচ খেলা এই তারকার।

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ছেড়ে আগামী জুনের পর রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এন্ড্রিক। এর আগে অবশ্য তাকে হলুদ শিবিরের হয়ে আসন্ন কোপায় খেলতে দেখা যাবে। আগামী ২১ জুলাই ১৮ বছর বয়স পূর্ণ হতে যাওয়া এই ফরোয়ার্ড টুর্নামেন্টটিতে খেলতে বেশ রোমাঞ্চিতও। এ নিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডায়রিও ওলেকে। সেখানে এন্ড্রিক বলেন, ‘আর্জেন্টিনা সবসময়ই ফেবারিট, এমনকি মেসিকে ছাড়াই।’

২০২২ সালের ডিসেম্বরে কাতারে যখন আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে, তখন আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করেন এন্ড্রিকও। কারণ তার নৈপুণ্যে সেবার যুব সকার কাপে চ্যাম্পিয়ন হয় সাও পাওলো। টুর্নামেন্টটিতে এন্ড্রিক ৭ ম্যাচে সমান ৭টি গোল করেছিলেন। এরপরই রিয়াল মাদ্রিদও তাকে দলে ভেড়ানোর তোড়জোড় শুরু করে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী মৌসুম থেকে তাকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যাবে। এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্রাজিলিয়ান সর্বশেষ দুই খেলায় স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে ২টি গোল করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here