কোন সময় সিভি পাঠালে চাকরির সম্ভাবনা বেশি?

0

একটা চাকরি অনেক মানুষের জীবন বদলে দেয়। তবে, চাকরির বাজারে ক্রমশ প্রতিযোগিতা বাড়ছে। এখন একটি চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হলে অনেকে আবেদন করেন। ফলে এইচআর বা ম্যানেজমেন্টের জন্য সঠিক পদপ্রার্থী বিচার করা কঠিন হয়ে পড়ে।

চাকরির আবেদনের ক্ষেত্রে সিভি বা রিজিউম গুরুত্বপূর্ণ একটি জিনিস। কোনো সংস্থা প্রার্থীর বিষয়ে জানতে পারে তার সিভি দেখেই। সঠিক সময়ে সিভি পাঠানোটাও কিন্তু একটা বড় ব্যাপার। তার ওপর অনেক কিছু নির্ভর করে।

ছোট বা বড়, সংস্থা যেমনই হোক না কেন, সিভি সেখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিতে পারে। কখন সিভি পাঠালে ভালো হয় এই প্রশ্ন যে কারোর মনে আসতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই যে সংস্থায় আবেদন করার কথা ভাবা হচ্ছে, ওই সংস্থার কাজের সময় সম্পর্কে অবগত থাকতে হবে।

কোনো সংস্থার কাজের সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হলে অফিস খোলার এক ঘণ্টার মধ্যে সিভি পাঠালে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। কারণ ওই সময় মেইল বক্সের ওপরের দিকেই থাকে সিভি।

বিভিন্ন চাকরির খোঁজ দেওয়া সংস্থা Indeed জানাচ্ছে, সপ্তাহের শেষে পাঠানো সিভিগুলোকে বেশি গুরুত্ব দেয় অনেক সংস্থা। অফিস খোলার সময় বা বন্ধের সময় সিভি পাঠানো সব থেকে ভালো বলে জানাচ্ছে তারা।

সংশ্লিষ্ট সংস্থায় যে দিন কাজের চাপ কম থাকে, সেদিন সিভি পাঠানো ভালো বলে জানাচ্ছে Indeed। তারা আরও জানাচ্ছে, শুক্রবার সিভি না পাঠানোই ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here