কোন অ্যাপ এবার প্লে স্টোরের সেরা হল, ঘোষণা দিল গুগল

0
কোন অ্যাপ এবার প্লে স্টোরের সেরা হল, ঘোষণা দিল গুগল

গুগল প্লে স্টোরে প্রকাশিত হলো এবারের ‘গুগল প্লে বেস্ট অ্যাওয়ার্ড ২০২৫’। অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় অ্যাপ মার্কেট হিসেবে প্রতিবছরের মতোই বিভিন্ন ক্যাটাগরিতে সেরা অ্যাপ ও গেমের তালিকা প্রকাশ করেছে গুগল।

সেরা অ্যাপ

এবার সামগ্রিকভাবে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘ফোকাস ফ্রেন্ড হ্যাঙ্ক গ্রিন বাই’। স্মার্টফোনে আসক্তি কমানো ও কাজে মনোযোগ ধরে রাখতে সহায়ক এই অ্যাপটি তৈরি করেছেন লেখক হ্যাঙ্ক গ্রিন। ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাপটি পেয়েছে ৪.৫ রেটিং এবং ডাউনলোড সংখ্যা পেরিয়েছে এক লাখ।

সেরা গেম

গেম ক্যাটাগরিতে শীর্ষে এসেছে ‘পোকেমন টিসিজি পকেট’। জনপ্রিয় পোকেমনের এই কার্ড গেমটি এখন প্রায় ১৫০টি দেশে খেলা হয়। কার্ড সংগ্রহ ও বিভিন্ন লেভেল পার করার অভিজ্ঞতা গেমটিকে আরো জনপ্রিয় করেছে। প্লে স্টোরে এর ডাউনলোড সংখ্যা প্রায় ৫ কোটি, আর রেটিং ৪.৪।

সেরা মাল্টি-ডিভাইস অ্যাপ

অ্যান্ড্রয়েড এবং ক্রোম ওএস—উভয় প্ল্যাটফর্মে সমানভাবে ব্যবহারের সুবিধা থাকায় এ বছরের সেরা মাল্টি-ডিভাইস অ্যাপ হয়েছে ‘লুমিনার ফটো এডিটর’। এআই–চালিত টুল ও সহজ ইন্টারফেসের কারণে ছবি সম্পাদনার কাজে অ্যাপটি ব্যবহারকারীদের পছন্দের তালিকায় রয়েছে।

সেরা মাল্টি-ডিভাইস গেম

ডিজনি স্পিডস্টর্মকে নির্বাচিত করা হয়েছে সেরা মাল্টি-ডিভাইস গেম হিসেবে। পিসি, ট্যাবলেট ও মোবাইলে খেলার মতোভাবে তৈরি এই রেসিং গেমটির প্লে স্টোরে ডাউনলোড সংখ্যা পেরিয়েছে ১০ লাখ। রেটিং ৪.৫।

অন্যান্য ক্যাটাগরির সেরারা

‘বেস্ট ফর ফান’ অ্যাপ হিসেবে নির্বাচিত হয়েছে ইনস্টাগ্রামের ‘এডিটস’। দৈনন্দিন ব্যবহারের অ্যাপ ক্যাটাগরিতে সেরা হয়েছে অডিও বুকভিত্তিক অ্যাপ ‘ওয়াইজার’। স্মার্টওয়াচের জন্য সেরা অ্যাপ ‘স্লিপিসোলবিও’। বড় স্ক্রিন ক্যাটাগরিতে শীর্ষে ‘গুডনোটস’। গাড়ির জন্য সেরা অ্যাপ ‘সাউন্ড ক্লাউড’, আর হেডসেটের জন্য সেরা ‘ক্লাম–স্লিপ’।

অন্যান্য গেম

গল্পভিত্তিক গেমের মধ্যে সেরা হয়েছে ডিসকো এলিসিয়াম। মাল্টিপ্লেয়ার ক্যাটাগরিতে শীর্ষে বাস্কেটবল গেম ‘ডাঙ্ক সিটি ডাইনেস্টি’। সেরা ইন্ডি গেম ‘সেনার চ্যান্টস’। আর গুগল প্লে ফর পিসিতে সেরা গেম হয়েছে ‘ওডিন: ভালহাল্লা রাইজিং’।

সূত্র: গুগল ব্লগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here