জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। কারণ শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। ২০০৮ সালে বাংলাদেশের যেই অবস্থা ছিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে তার অনেক পরিবর্তন হয়েছে। বদলে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বিষ্ময়কর। তাই তো আমেরিকার এক কংগ্রেসম্যান গত তিনদিন আগে বলেছেন-বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনা উচিত।
বুধবার দিনাজপুর সদরের শংকরপুর ইউপির পাঁচকুড় হাজীপাড়া গ্রামে নবনির্মিত ফুট ওভার ব্রিজসহ সাব মার্জড ওয়্যার এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।