বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো মা যেন আর সন্তানহারা না হয় এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। পাশাপাশি সিরাজগঞ্জকে সন্ত্রাস, মাদক ও যানজটমুক্ত করা হবে।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি।
টুকু বলেন, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড ও স্বাস্থ্যকার্ড প্রদানসহ বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির ধানের শীষ বাংলাদেশের মানুষের মার্কা। তারেক রহমান দেশের আসার পর এটা প্রমাণিত হয়েছে। জামায়াত দেশকে বিভাজন করার চেষ্টা করছে। জাতি তাদের কথায় সায় দেবে না। বরং তারেক রহমানের প্রত্যাশিত সবাইকে নিয়ে রাষ্ট্র গঠনের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে।
সিরাজগঞ্জের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে কাটাখাল নদীর সৌন্দর্য বৃদ্ধি করা হবে। নদীর দুই পাশের মানুষ যেন নির্মল বাতাস উপভোগ করতে পারে, সে উদ্যোগ নেওয়া হবে। সিরাজগঞ্জকে সুশৃঙ্খল ও অপরাধমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সভাপতি মুজিবুর রহমান লেবু, সাবেক মেয়র মঞ্জুর হাসান মাহমুদ খুশি, মকবুল হোসেন চৌধুরী, শ্রী অমর কৃষ্ণ দাস, নাজমুল হক তালুকদার রানা, যুগ্ম রাশেদুল হাসান রঞ্জনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

