‘কোনো কারণ ছাড়াই’ বরখাস্ত জুম প্রেসিডেন্ট টম্ব

0

‘কোনো কারণ ছাড়াই হুট করে’ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির রেগুলেটরি ফাইল অনুযায়ী, ‘কোনো কারণ ছাড়াই’ টম্বের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

জুমের আগে টম্ব গুগলের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের জুন মাসে তিনি জুমের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। 

বর্তমানে সিইওর দায়িত্বে থাকা এরিক ইউয়ান ২০১১ সালে এ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর শুরুতে কোম্পানিটি প্রযুক্তি বিশ্বে খুব বেশি আলোড়ন তৈরি করতে পারেনি। তবে করোনার সময় অ্যাপসটির আয় ফুলেফেঁপে ওঠে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here