জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, একটি সিটের প্রার্থীও তারা প্রত্যাহার করবে না। ভোটে কারও সঙ্গে জোট-মহাজোটের সুযোগ নেই।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতাসহ কৌশলগত নানা ইস্যুত আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন চুন্নু। তিনি বলেন, তবে এসব বিষয়ে এখনই প্রকাশ করা যাবে না।