কোনালের ‘ও জান’

0
কোনালের ‘ও জান’

গেল বছরে কোনালের গাওয়া ‘ময়না’ গানটি এখনো সবার মুখে মুখে। ‘ময়না’ গানের তুমুল জনপ্রিয়তার কারণে একই প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল নতুন বছরের শুরুতে কোনালকে নিয়ে আবারও বাজি ধরেছে। এবার এই শিল্পীকে নিয়ে গানচিল আনছে নতুন গান ‘ও জান’। 

কোনালের গাওয়া এই গানচিত্রের মডেল হয়েছেন সুনেরাহ বিনতে কামাল, আছেন অভিনেতা ফররুখ রেহানও। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির (ঢাকা) ও লিংকন (কলকাতা)। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। এরই মধ্যে নেপালের মনোরম লোকেশনে গানটির ভিডিওচিত্রের শুটিং শেষ হয়েছে। 

গানটির ভিডিও নির্মাণ করছেন তানিম রহমান অংশু। এটি গানচিলের ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নেপালে কনকনে ঠান্ডার মধ্যে ‘ও জান’ গানের শুটিং হয়েছে। পরিচালকসহ পুরো টিম অনেক কষ্ট করেছেন। এটি বছরের সেরা রোমান্টিক গান হতে যাচ্ছে, এমনটাই মনে করছে প্রতিষ্ঠানটি। 

গানটিতে কোনালের সহশিল্পী ডি রকস্টারখ্যাত নিলয়। এদিকে সুনেরাহ জানিয়েছেন, তিনি সাধারণত আলাদা করে গানের মডেল হন না। গানটি শোনার পরই তার ভালো লেগে যায়। দুর্দান্ত একটা রোমান্টিক গানের ভিডিওর  অংশ হয়ে তার ভালো লেগেছে। কষ্টের হলেও শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার। বেশ উপভোগ করেছেন। সবাই মিলে অনেক পরিশ্রম করেছেন। তাপমাত্রা মাইনাসের মধ্যে শুটিং করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here