কোনও ম্যাচ না খেলেই ক্লাব বিশ্বকাপ শেষ আলাবার

0
কোনও ম্যাচ না খেলেই ক্লাব বিশ্বকাপ শেষ আলাবার

ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ তিন ম্যাচ খেললেও ডাভিড আলাবাকে দেখা যায়নি একটিতেও। অতি নাটকীয় কিছু না হলে সেই সম্ভাবনাও আর নেই। চোটের কারণে আবার মাঠের বাইরে ছিটকে পড়েছেন ৩৩ বছর বয়সী ডিফেন্ডার।

গত এপ্রিলে হাঁটুর চোট পেয়ে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন আলাবা। রিয়াল মাদ্রিদ শুক্রবার জানিয়েছে, এখন পায়ের চোটে ভুগছেন এই ডিফেন্ডার। কোচ শাবি আলোন্সো অবশ্য আগেই এমন আভাস দিয়ে রেখেছিলেন।

রিয়াল মাদ্রিদ কোচ জানান, “ডাভিডের সেরে উঠতে ধারণার চেয়ে একটু বেশি সময় লাগছে। তার (হাঁটুর) অস্ত্রোপচারের পর আমরা একটু বেশি সতর্কতা ও ধৈর্য নিয়ে এগোতে চাইছি। ধাপে ধাপে এগোতে চাই, আরও বেশি সময় নিতে চাই।”

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় আগামী মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এরপর সামনে এগোতে পারলে কোয়ার্টার-ফাইনাল ৫ জুলাই, সেমিফাইনাল ৯ জুলাই ও ফাইনাল ১৩ জুলাই।

আলাবা ছাড়াও এই টুর্নামেন্টে আরও বেশ কজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না দলটি। দীর্ঘদিন ধরে বাইরে আছেন দুই ডিফেন্ডার দানি কার্ভাহাল ও এদের মিলিতাও। মাঠে ফেরার লড়াইয়ে আছেন মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও। তারা তিনজনই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন।

তবে ফরোয়ার্ড এন্দ্রিক ও আরেক ডিফেন্ডার ফেরলঁদ মঁদি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতেই পারেননি চোটের কারণে। তাদের কয়েকজনের অগ্রগতির ধারণা পাওয়া গেল কোচের কাছ থেকে।

তিনি জানান, “ফেরলঁদ মাঠে ফেরা থেকে এখনও অনেক দূরে আছে। এদুয়ার্দো দারুণভাবে এগিয়ে যাচ্ছে মাঠে ফেরার দিকে, আশা করি তাকে আমরা ফিরে পাব… যদিও জানি না, পরের ম্যাচে নাকি সামনের কোনো সময়ে। এন্দ্রিক দ্রুত সেরে উঠছে এবং যত দ্রুত সম্ভব তাকে আমরা পেতে চাই। তার ওপর ভরসা রাখছি নিশ্চিতভাবেই।”

অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারেননি কিলিয়ান এমবাপেও। তবে পরের ম্যাচে খেলবেন তারকা এই ফরোয়ার্ড। এমবাপে-এন্দ্রিকের অনুপস্থিতিতে গ্রুপের তিন ম্যাচে দুই গোল করে ও একটিতে সহায়তা করে নজর কেড়েছেন তরুণ গন্সালো গার্সিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here