বর্তমানে মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে টেলিগ্রাম বেশ জনপ্রিয়। অনেক বড় কমিউনিটি পরিচালনা করা, ইভেন্ট আয়োজন করা ও তেমন বাধা ছাড়াই মানুষকে সংযোগ স্থাপনে সাহায্য করতে পারে টেলিগ্রাম। গ্রুপ তৈরি করে মেসেজ পিন করা, বড় ফাইল শেয়ার করা থেকে শুরু করে রয়েছে এর নানা সুবিধা।
চ্যানেল ও গ্রুপের মধ্যে পার্থক্য কী?
টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপ একইরকম দেখালেও কিছুটা পার্থক্য আছে। চ্যানেল সাধারণত অনেক মানুষকে একসঙ্গে বার্তা পাঠানোর জন্য ব্যবহার করা হয়। চ্যানেলে শুধু মালিক বা অ্যাডমিন পোস্ট বা মেসেজ করতে পারেন। অন্যান্যরা, যাদের সাবস্ক্রাইবার বলা হয়, তারা কেবল বার্তাটি দেখতে ও পড়তে পারবেন। অন্যদিকে টেলিগ্রাম গ্রুপ, বার্তা দেখা ও পড়ার পাশাপাশি মেম্বারদের বার্তা পাঠানোরও সুযোগ দেয়। অর্থাৎ অনেকে একইসঙ্গে কথোপকথন করতে পারেন টেলিগ্রাম গ্রুপে।
কোনও নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ খুঁজবেন কীভাবে?
টেলিগ্রামের সার্চ টুলের মাধ্যমে সহজেই পাবলিক গ্রুপ খুঁজে পেতে পারেন। কেবল সেসব গ্রুপের নাম বা টপিক জানা থাকতে হবে। তবে, প্রাইভেট গ্রুপের জন্য এটি কাজ করবে না। প্রাইভেট গ্রুপ হলে সদস্যদের মাধ্যমে গ্রুপে যুক্ত হতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে পাবলিক গ্রুপ খুঁজবেন।
অ্যান্ড্রয়েড
১. টেলিগ্রাম অ্যাপটি চালু করুন।
২. ওপরের ডান কোণায় সার্চ আইকনে চাপুন। এরপর গ্রুপের নাম অথবা নির্দিষ্ট বিষয়ের নাম লিখুন।
৩. ‘গ্লোবাল সার্চ’ অপশনের নিচে বিভিন্ন ফলাফল দেখতে পাবেন। আরও গ্রুপের জন্য ‘শো মোর’ অপশনে চাপুন।
৪. যে গ্রুপে জয়েন করতে চান সেটি বেছে নিন ও ‘জয়েন’ বোতামে চাপুন।
আইফোন
১. টেলিগ্রাম অ্যাপ চালু করে স্ক্রিনের শীর্ষে থাকা ‘সার্চ’ বক্সে চাপুন।
২. যুক্ত হতে চান এমন গ্রুপ অথবা বিষয়ের নাম লিখুন।
৩. অ্যান্ড্রয়েডের মতোই গ্লোবাল সার্চ বিভাগের নিচে বিভিন্ন গ্রুপ দেখতে পাবেন। আরও গ্রুপ দেখতে, ‘শো মোর’ অপশনে চাপুন।
৪. এরপর জয়েন গ্রুপ অপশনে চেপে যুক্ত হয়ে যান নিজের পছন্দের গ্রুপে।