কোনও ক্ষতি ছাড়াই চুল সোজা করা সম্ভব

0

ইশশ! চুলগুলো যদি টান দিয়ে সোজা করে ফেলা যেত! ঢেউখেলানো, কোঁকড়া চুলের অধিকারীদের মুখে প্রায়ই এমনটা শোনা যায়। তাই চুল পারমানেন্ট স্ট্রেইট করিয়ে নেন অনেকেই।

লো, মিডিয়াম, হাই-স্ট্রেইটনারের এমন হিট সেটিং অপশন বেশ পুরনো। আধুনিক স্ট্রেইটনারগুলোয় রয়েছে ডিজিটাল ডিসপ্লে। যার মাধ্যমে স্ট্রেইটনারের তাপ নিয়ন্ত্রণ করা যায় সহজে, বেছে নেওয়া যায় চুল সোজা করার জন্য সেরা হিট সেটিং। এতে চুল কম ক্ষতিগ্রস্ত হয়, বজায় থাকে স্বাভাবিক সৌন্দর্য। তবে সে ক্ষেত্রে জেনে রাখতে হবে চুলের ধরনও। তবে কোনো ক্ষতি ছাড়াই চুল সোজা করা সম্ভব।
 
সোজা চুল : একদম সোজা চুলে আয়রনে লোয়ার সেটিং বেছে নিতে হবে চুল। তাপমাত্রা সে ক্ষেত্রে হতে হবে ২৫০ থেকে ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। সেলসিয়াসে ১২০ থেকে ১৯০ ডিগ্রি অব্দি। সেটাও নির্ভর করবে চুলের ধরনের ওপর। সোজা, পাতলা চুলে কম হিট হলে কাজ সেরে নেওয়া যাবে। কিন্তু চুল ঘন ও মোটা হলে, সেটিং হাই হলে সুবিধা। কোনো কোনো এক্সপার্টের মত আবার ভিন্ন। ৩২০ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ১৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে স্ট্রেইটনার ব্যবহারে বারণ করেন তারা। কারণ, তাপ যত কম হয়, স্ট্রেইটনার তত বেশি টানতে হয় চুলে। ফলে ক্ষতি বেশি।

কোঁকড়া চুল : এ ধরনের চুল সোজা করার জন্য স্ট্রেইটনারের হিট তুলনামূলকভাবে বেশি প্রয়োজন হয়। এক্সপার্টদের মত ৩২৫ থেকে ৪১০ ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের ফ্ল্যাট আয়রন এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর। অর্থাৎ ১৬০ থেকে ২১০ ডিগ্রি সেলসিয়াস অব্দি। চুল কোঁকড়া স্ট্রেইট করার জন্য সঠিক তাপমাত্রা বের করার ব্যাপারে একটু কৌশলী হওয়া প্রয়োজন। বেশি গরম স্ট্রেইটনার ব্যবহারে হিট ড্যামেজের ফলে চুলের স্বাভাবিক কার্ল প্যাটার্ন নষ্ট হয়ে যেতে পারে। আবার কম তাপে স্ট্রেইট হবে না। তাই তাপমাত্রা নির্ধারণ নির্ভর করে চুলের টেক্সচার, ঘনত্ব আর কতটা ক্ষতিগ্রস্ত তার ওপর। এ ক্ষেত্রে আগে ব্লো ড্রাই করে নেওয়ার পরামর্শ দেন হেয়ারস্টাইলিস্টরা। এতে করে প্রি-স্ট্রেচড হয়ে যায় চুল। তারপর ফ্ল্যাট আয়রন দিয়ে তুলনামূলকভাবে কম টানলেও স্ট্রেইট হয়ে যায়।

অসম্ভব কোঁকড়া : এ ধরনের চুলে স্বভাবতই স্ট্রেইটনারের সর্বোচ্চ তাপমাত্রার সেটিং প্রয়োজন হয়। ৩৭৫ থেকে ৪৫০ ডিগ্রি ফারেনহাইট অব্দি। সেলসিয়াস স্কেলে যার মাত্রা ১৬০ থেকে ২৩২ ডিগ্রি পর্যন্ত। কিন্তু মাথায় রাখতে হবে হিট ড্যামেজের ব্যাপারটা। তাই স্ট্রেইটনিংয়ের আগে ব্লো ড্রাই মাস্ট। এটি করার সময় ন্যাচারাল বোর ব্রিসল ব্রাশ ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here