কোটালীপাড়ায় হত্যা ও ডাকাতি মামলায় গ্রেফতার ৩

0

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের আলোচিত পিয়াস মজুমদার (২২) হত্যা ও ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে সামিউল শেখ, মো. মোরশেদ ওরফে কামাল এবং শওকত ভূইয়াকে গ্রেফতার করে পুলিশ। কোটালীপাড়া ও বাগেরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে পুলিশ লুণ্ঠিত ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের সবার বাড়ি কোটালীপাড়া উপজেলায়। 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান আজ শনিবার বিকেলে প্রেসব্রিফিংয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের বিষয়টি জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, মুহাম্মদ সরোয়ার হোসেন, আবু সালেহ মো. আনছার উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সদর থানার ওসি মির মোহাম্মদ সাদেজুর রহমান, কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here