কোটালীপাড়ায় তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা

0

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার ভাঙ্গারহাটের কালিকাবাড়ি দূর্গা মন্দির চত্ত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা দেখার জন্য এলাকার সকল বয়সের শতশত নারী পুরুষ মন্দির চত্ত্বরে সমাবেত হয়।

প্রতিযোগিতায় দুইটি কলাগাছে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পায়েল পান্ডে প্রথম ও রতন পান্ডে দ্বিতীয় ও অমৃত পান্ডে তৃতীয় স্থান অধিকার করেন।

হেল্প লাইন সোসাইটির সভাপতি ডা. আশীষ কুমার পান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সমাজসেবক শক্তিপদ জয়ধর, আওয়ামী লীগ নেতা অরুন চন্দ্র পান্ডে, ইউপি সদস্য দুলাল চন্দ্র রায়, হেল্প লাইন সোসাইটির সাধারণ সম্পাদক চিন্ময় পান্ডে উপস্থিত ছিলেন।

ডা. আশীষ পান্ডে বলেন, আমাদের সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর আমরা এ ধরণের গ্রামীন খেলার আয়োজন করে থাকি। এ বছরও আমরা সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা ও বাউল গানের আয়োজন করেছি।

তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা দেখতে আসা কলেজ ছাত্রী জুঁথি পান্ডে বলেন, আমি আমার বাবার সাথে এখানে এই প্রতিযোগিতা দেখার জন্য এসেছি। এখানে এসে এই প্রতিযোগিতা দেখে আমার খুব ভালো লেগেছে।
শিক্ষার্থী সুমনা বালা বলেন, আমি বিগত চার বছর ধরে এখানে এ প্রতিযোগিতা দেখতে আসি। খুব আনন্দ মূখর পরিবেশের মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীতেও যাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার জন্য হেল্প লাইন সোসাইটির সকল সদস্যের প্রতি অনুরোধ রাখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here