কোটালীপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

0

নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজলোয় দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজলোর সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনে লাটেঙ্গা গোমাঠে  এ  ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। 

ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় ও বৈশাখী মেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার  নর-নারী মাঠের দুপাশে দাঁড়িয়ে এই  প্রতিযোগিতা উপভোগ করেন।
গোপালগঞ্জ,মাদারীপুর, যশোর, খুলনা, ফরিদপুর, নড়াইল, মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে ৩৪ জন ঘোরদৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, কোটালীপাড়া উপজেলা  বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, ঘোড়দৌড় মাঠ কমিটির সভাপতি প্রিয়লাল মৃধা, বিএনপি নেতা অনিমেশ গাইন, যুবদল নেতা হরষিত মৃধা, দিলীপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here