আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রবিবার (১৯ নভেম্বর) স্বাগতিকদের হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া।
টানা দুই হারে টুর্নামেন্ট শুরু করা দলটিই শেষে এসে হয়ে ওঠে অপ্রতিরোধ্য। টানা ৮ ম্যাচ জিতে চলে যায় ফাইনালে। আর সেখানে উড়ন্ত ফর্মে থাকা ভারতকে মাটিতে নামিয়ে আনে প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা। বিশ্বকাপের ফাইনালে ভারতের এমন অপ্রত্যাশিত হার মেনে নিতে পারেননি অনেকেই।
কাইফ বলেছিলেন, ‘সেরা দলটিই বিশ্বকাপ জিতেছে এটা আমি কখনোই মেনে নিবো না। ভারতই কাগজে-কলমে বিশ্বকাপের সেরা দল।’ তার এমন কথা শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘আমি এমকেকে (মোহাম্মদ কাইফ) পছন্দ করি। কিন্তু ব্যাপারটি হচ্ছে, কাগজে কী থাকল, সেটি ব্যাপার নয়।’
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সুবাদে ওয়ার্নারের কোচ কাইফ। বিশ্বকাপ শেষে নিজের কোচের মন্তব্যই যেন সইলো না তার। ফাইনালের ইস্যু টেনে বলেছেন, ‘দিন শেষে কাজের সময় আপনাকে পারফর্ম করতে হবে। এ কারণেই এটিকে ফাইনাল বলা হয়। ওই দিনের ওপরই সব নির্ভর করছে, আর ফল যেকোনো দিকেই যেতে পারে। এটিই খেলা।’
শেষে অবশ্য কিছুটা হুমকি দিয়েই ওয়ার্নার লিখেছেন, ‘২০২৭, আমরা আসছি।’ যদিও আগামী বিশ্বকাপে ৩৭ বছর ওয়ার্নারকে দেখা যাবে এমন সম্ভাবনা খুবই কম।