কোচদের যাচাই-বাছাই করছে বিসিবি

0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় পুরুষ ক্রিকেট দলের জন্য পাঁচ কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। ২ জানুয়ারি দেওয়া বিজ্ঞাপনে বিসিবি স্পিন বোলিং কোচ, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পারফরম্যান্স অ্যানালিস্ট, পেস বোলিং কোচ ও ব্যাটিং কোচ হতে আগ্রহীদের আবেদন করতে জানানো হয়। উন্মুক্ত আবেদন প্রক্রিয়ায় ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি করলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

জাতীয় দলের কোচ নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত আছেন বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। বুধবার (৩১ জানুয়ারি) মিরপুরে মুরের সঙ্গে আলোচনায় বসেছিলেন জালাল ইউনুস। 

‘চেষ্টা করব (শ্রীলঙ্কা সিরিজের আগে)। আশা করছি ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটা শেষ করতে চাইব। নতুন কেউ যদি অ্যাপয়েন্টেড হয়, তারা যেন দ্রুত কাজে নামতে পারে সে ব্যবস্থা করব।’ –যোগ করেন জালাল ইউনুস।

গত মেয়াদে নিক পোথাস সহকারী কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। তবে সামনে তাকে দেখা যাবে ফিল্ডিং কোচ হিসেবে। এজন্য বিসিবির নতুন করে ব্যাটিং কোচ খুঁজতে হচ্ছে। এদিকে স্থানীয় কোচদের প্রাধান্য দেওয়ার কথাও বলেছেন জালাল ইউনুস, ‘সবসময় (স্থানীয় কোচরা এগিয়ে থাকবেন), নিশ্চিতভাবেই। আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি স্থানীয় কোচদের। এর মধ্যে দুই-তিনজন অ্যাপ্লাই করেছেন। দেখা যাক কী হয়।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here