পাকিস্তানে চলছে নির্বাচনী তোড়জোড়। সময়ের আগেই ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদ। এরই ধারাবাহিকতায় এবার তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা আনোয়ারুল হক কাকার।
এর আগে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ। আনোয়ারুল হক নিয়ে তারা ঐকমত্য হলে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়।
পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদর মীর বলেছেন, রাজনীতিতে সক্রিয় থাকলেও কাকার পাকিস্তানের একজন ‘বড় বুদ্ধিজীবী’ হিসেবে স্বীকৃত। মূলধারার রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির ( পিপিপি) সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। ২০০৮ সালে কাকার কোয়েটা থেকে কিউ-লিগের হয়ে সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছেন। কাকার বেলোচিস্তান বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই।
উল্লেখ্য, গত ৯ আগস্ট পাকিস্তানের জাতীয় পরিষদ বিলুপ্ত করা হয়। এরপরই সংবিধান অনুযায়ী শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের প্রক্রিয়া। ১০ আগস্ট বিষয়টি নিয়ে প্রথম আলোচনায় বসেন শাহবাজ ও প্রধান বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ। সেদিন দুই নেতা একে অপরকে সম্ভাব্য প্রার্থীদের নাম দেন। পরে শুক্রবার রাতে দ্বিতীয় দফায় আলোচনা হয়। এরপর শনিবার আলোচনার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক প্রধানের নাম চূড়ান্ত করা হয়। সূত্র: জিও