কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে ৪২ জনের মৃত্যু

0
কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে ৪২ জনের মৃত্যু

২০২৫ সালে কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণের ১৭০টি ঘটনা ঘটেছে, যার ফলে ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপ রাও জাধব সংসদে জানান, ২০২৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত মোট ২১১টি সংক্রমণের ঘটনায় ৫৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

২০২৩ সালে মাত্র দুইজন সংক্রমিত হয়েছেন এবং দুইজন মারা গেছেন। ২০২৪ সালে সংক্রমণের সংখ্যা বেড়ে ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। কিন্তু ২০২৫ সালে সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে ১৭০ জনে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই সংক্রমণের বৃদ্ধি নিয়ে তদন্ত চালায়। স্বাস্থ্য গবেষণা বিভাগ এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের প্রধানদের সঙ্গে হাই-লেভেল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণের ব্যাপকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকের পর ১৮টি ভাইরাস গবেষণা ও পরীক্ষাগারকে সংক্রমণ নজরদারিতে আরও শক্তিশালী করা হয়েছে। পরীক্ষার মান যাচাই, পরিবেশ পর্যবেক্ষণ বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক চিকিৎসা নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার এখনও তথ্য, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখছে। কেরালা রাজ্যের সঙ্গে যৌথভাবে গবেষণা, প্রতিরোধ এবং প্রস্তুতি কার্যক্রম আরও উন্নত করা হচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অতিরিক্ত মূল্যায়নের মাধ্যমে নজরদারি ও সচেতনতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। ২০২৪ সালের অক্টোবর মাসে মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণের নতুন সতর্কতা জারি করা হয়, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য নির্দেশনা দেওয়া যায়।

মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণ সাধারণত উষ্ণ মিঠা পানিতে থাকা জীবাণুর মাধ্যমে ঘটে, যেমন নদী, হ্রদ বা জলাশয়। সংক্রমণ তখন হয় যখন এই জল নাকে প্রবেশ করে। এটি দ্রুত বাড়তে থাকে এবং মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে আঘাত করে। সংক্রমণের মৃত্যুহার অত্যন্ত বেশি, সাধারণত কয়েক দিনের মধ্যে প্রাণহানি ঘটে। এই সংক্রমণ পানিতে পানি পান করার মাধ্যমে বা মানুষ থেকে মানুষে ছড়ায় না।

সূত্র: গালফ নিউজ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here