কেরানীগঞ্জে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
কেরানীগঞ্জে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে তিন নারীসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।  আজ রবিবার রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন নুরজাহান, শিমু আক্তার, অন্তরা, ইমরান, ফাহিম, শুভ, সাইমন ও মোক্তার হোসেন। 

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা হচ্ছে।  পুলিশ অভিযান চালাতে গেলে মাদক কারবারিরা হামলা চালায়।  আজ রাতে অভিযান চালিয়ে নারীসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ’

তিনি আরও বলেন, অভিযানে তাদের থেকে ২২ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ ১৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here