ঢাকার কেরানীগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, হাজী নাজিম উদ্দিন মাস্টারসহ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা ঘটনায় শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করেন সুমন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
মামলার তদন্ত কর্মকর্তা মডেল থানা ইনস্পেক্টর (অপারেশন) আসিকুর রহমান বলেন, সুমন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।