কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

0
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রুমান দেওয়ান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রুমান একটি পোশাকের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। 

রবিবার ( ১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ বয়েজ ক্লাবের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। রুমান কাজ শেষে বাসায় ফেরার পথে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথ আটকায়। পরে তারা তার বুকে ও ডান পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং সেখান থেকে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মো. সানি দেওয়ান জানান, রুমান তার একমাত্র ছেলে। আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিম নগর এলাকায় সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া থাকি । দোকানের কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্য দুর্বৃত্তরা আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। কে বা কারা, কী কারনে আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here