কেরানীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

0
কেরানীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ঝালকাঠির রাজাপুরে রেহেনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফ খলিফা ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে সাংগর গ্রামে স্ত্রীর মরদেহ রেখে স্বামী আরিফ পালিয়ে যায়। আরিফ ঝালকাঠির চটিখোলা এলাকার মান্নান খলিফার ছেলে।

পরিবার জানায়, প্রায় ৫-৬ বছর আগে রেহেনার সঙ্গে আরিফের বিয়ে হয়। আরিফ নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন এবং রেহেনা সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। 

রেহেনার বাবা শহিদ হাওলাদার ও ভাই সাব্বির জানান, পারিবারিক কলহের জেরে রেহেনাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে আর পরে অসুস্থতার নাটক সাজানো হয়। শুক্রবার ভোরে মরদেহ সাংগর গ্রামে আনা হলে স্বজনরা রেহেনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে আরিফ ও তার সঙ্গে আসা আত্মীয়রা দ্রুত সটকে পড়েন।

রেহেনার মামা শাহিন আকন জানান, বৃহস্পতিবার বিকেলে ফোনে জানানো হয় রেহেনা অসুস্থ। বাসায় গিয়ে তিনি রেহেনাকে মৃত অবস্থায় দেখেন। পরিবারকে হাসপাতালে নিতে বলা হলেও কিছুক্ষণ পর আবার বাসায় ডাকেন আরিফ। 

শাহিনের দাবি, রেহেনার শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি আরও রহস্যজনক মনে হয়। শুক্রবার সকালে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনরা মৃত্যুর কারণ জানতে চাইলে স্বামী আরিফসহ তার আত্মীয়রা বাড়ি থেকে পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও জানান, ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here