কেরানীগঞ্জে অস্ত্র ও ককটেলসহ চার ডাকাত গ্রেফতার

0
কেরানীগঞ্জে অস্ত্র ও ককটেলসহ চার ডাকাত গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযানে অস্ত্র, ধারালো অস্ত্র ও ককটেলসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সামুন হাওলাদার (৩৪), আরিফ মৃধা (৩৩), কামাল মাদবর (৩৪) এবং কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা ওরফে ছোট (২২)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, মাওয়া হাইওয়ে সড়কের আব্দুল্লাহপুর এলাকায় দ্রুতগতির একটি জিপ গাড়িকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে গাড়ির গতি রোধ করে। গাড়িতে থাকা চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ডাকাতির উদ্দেশ্যে কেরানীগঞ্জে প্রবেশ করেছিল। তাদের সঙ্গে আরও ১০-১২ জন সহযোগী পুলিশ দেখে পালিয়ে যায়।

তিনি আরো জানান, তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, একটি বড় ধারালো চাকু, তিনটি দেশীয় অস্ত্র ও একটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গ্রেফতারকৃতরা কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here