কেমন হলো উইজডেনের বর্ষসেরা ক্রিকেট দল?

0

ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ার কারণে ২০২৩ সালে সব দলেরই ওয়ানডে খেলায় বেশি মনোযোগ ছিল। যে কারণে সদ্যসমাপ্ত হওয়া বছরে ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। পুরো বছরজুড়ে ক্রিকেটারদের পারফর্মম্যান্স বিবেচনায় বর্ষসেরা দল ঘোষণা করেছে ‘ক্রিকেটের বাইবেল’ বলে খ্যাত প্রকাশনা ‘উইজডেন’।

উইজডেনের ঘোষিত একাদশে জায়গা পেয়েছেন বিশ্বকাপের রানার্সআপ দল ভারতের ৭ ক্রিকেটার। অপরদিকে শিরোপাজয়ী অস্ট্রেলিয়া থেকে মাত্র ২ জনকে এই একাদশে রাখা হয়েছে। এছাড়া বাদ পড়েছেন বিশ্বকাপে দুর্দান্ত ৪টি সেঞ্চুরি হাঁকানো দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।

এছাড়া একাদশে স্থান পেয়েছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে খেলোয়াড়। কিউইদের থেকে উইজডেন বাছাই করে নিয়েছে ড্যারিল মিচেলকে। অপরদিকে উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন।

বিশ্বকাপের ইতিহাসে সেরা ইনিংস খেলা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও রাখা হয়েছে একাদশে। একাদশে সবশেষ অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন ভারতের রবিন্দ্র জাদেজা।

বোলার হিসেবে জায়গা পাওয়া সবাই ভারতীয় ক্রিকেটার। এর মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামি রয়েছেন। তার সঙ্গে আছেন- পেসার জাসপ্রিত বুমরাহ, রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও পেসার মোহাম্মদ সিরাজ।

উইজডেনের ঘোষিত সেরা একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here