কেমন আছেন তামিম? সবশেষ অবস্থা জানালেন চিকিৎসকরা

0

সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই রয়েছেন। তার শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। কয়েক দিনের মধ্যেই তামিমকে বাসায় নেওয়া হতে পারে।

আজ বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের দুই চিকিৎসক গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছেন। ডাক্তার বলছিলেন, ‘তিনি সুস্থ আছেন এবং আজ এগারোটায় এখানে একটা মেডিকেল বোর্ড হয়। বোর্ডের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে। খাওয়া-দাওয়া করছে্‌ সবার সাথে কথা বলছেন।’

বর্তমানে সিসিউতে থাকলেও আজই কেবিনে শিফট করবেন তামিম জানালেন চিকিৎসক, ‘আলহামদুলিল্লাহ আজ সিসিউ থেকে রুমে চলে যাবেন। এরপর আরও একদিন অবজারভেশনে থাকবেন। পরে বাসায় চলে যাবেন।’

তামিমের মানসিক অবস্থার জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সিলিং করবেন। কিভাবে মানিয়ে নেওয়া যায় সবকিছু, সেসব দিক নির্দেশনা দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here