কেবিন ক্রু ভিলেজ দুবাইয়ে থাকছে যেসব আধুনিক সুযোগ-সুবিধা

0
কেবিন ক্রু ভিলেজ দুবাইয়ে থাকছে যেসব আধুনিক সুযোগ-সুবিধা

আকাশপথের সেবায় বিশ্বজুড়ে সমাদৃত এমিরেটস এয়ারলাইন্স তাদের কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়নে বড় পদক্ষেপ হাতে নিয়েছে। দুবাই ইনভেস্টমেন্ট পার্কে বানানো হবে অত্যাধুনিক কেবিন ক্রু ভিলেজ। কয়েক বিলিয়ন দিরহাম ব্যয়ে নির্মিত এই বিশাল প্রকল্পে ১২ হাজারেরও বেশি কেবিন ক্রু সদস্যের বসবাসের ব্যবস্থা থাকবে।

এই বিশাল আবাসন প্রকল্পে ১৯ তলা বিশিষ্ট মোট ২০টি সমসাময়িক আবাসিক ভবন থাকবে। যেখানে কর্মীদের প্রয়োজন ও জীবনযাত্রার মান অনুযায়ী এক, দুই এবং তিন বেডরুমের অ্যাপার্টমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। 

এটিকে স্বয়ংসম্পূর্ণ লাইফস্টাইল ডেস্টিনেশন হিসেবে ডিজাইন করা হয়েছে। এই ভিলেজের ভেতরেই থাকবে রিটেইল আউটলেট, উন্নতমানের রেস্তোরাঁ এবং দৈনন্দিন জীবনের সব প্রয়োজনীয় পরিষেবা। যাতে কর্মীদের নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন না হয়।

এমিরেটসের এই নতুন প্রকল্পে কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ ফ্লাইটের ধকল কাটিয়ে উঠতে এখানে থাকছে আধুনিক ফিটনেস সেন্টার, ক্লিনিক এবং সবুজে ঘেরা উন্মুক্ত চত্বর। এছাড়া ক্লান্তি দূর করতে থাকছে রিসোর্ট-স্টাইলের সুইমিং পুল এবং মনোরম ল্যান্ডস্কেপ বাগান। প্রতিটি ভবনেই আলাদাভাবে নাগরিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে যাতে কোনো নির্দিষ্ট স্থানে ভিড় না হয় এবং কর্মীরা তাদের শিফট অনুযায়ী স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন।

ভৌগোলিক দিক থেকেও এই প্রকল্পের অবস্থান অত্যন্ত কৌশলগত। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের মাঝামাঝি অবস্থিত এই ভিলেজটি এমিরেটসের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৯ সাল নাগাদ প্রথম ধাপের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here