কেন হঠাৎ রেগে গেলেন মানে?

0

বর্তমানে আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) খেলায় ব্যস্ত সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। সেখানে ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে রেগে যান এই সেনেগালিজ তারকা।

আফকনে সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়েছে সেনেগাল। যা মানের দলকে নকআউট পর্বে উঠিয়ে দিয়েছে। জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ার পর এক সাংবাদিক মানেকে সৌদি প্রো লিগে খেলার অভিজ্ঞতা জানতে চান। একইসঙ্গে ইউরোপ ছেড়ে যাওয়ায় এই ফরোয়ার্ড তেমন ‘অ্যাটেনশন’ পাচ্ছেন না বলেও উল্লেখ করেন ওই প্রশ্নকর্তা। যা শুনে মেজাজ ধরে রাখতে পারেননি মানে।

মানে আরও বলেন, ‘সৌভাগ্যবশত আমি বলতে পারি সৌদি লিগ খুব ভালো একটি প্রতিযোগিতা, যা সারাবিশ্বের সব মানুষই দেখে। তাই আমি ব্যক্তিগতভাবে প্রতিটি মিনিট সেখানে উপভোগ করতে চাই এবং নিজের সেরা দিতে চাই দলের জন্য। এর বাইরে আর কোনো কিছুকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here