ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমিয়ে ফেলার কাজ শুরু করেছে। ওই এলাকা থেকে সামরিক বাহিনীর একটি ব্রিগেডকে সরিয়ে নেয়া হয়েছে।
তবে গাজায় উল্লেখযোগ্য পরিমাণ ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে বলে নিশ্চিত করেছে বাহিনীটি।
এটাকে তারা কৌশলগত কাজের অংশ হিসেবেই দেখছে। এতে যুদ্ধের ইতি টানার কোনো আভাস নেই।
রবিবার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি দল পাঠিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে গত বছরের অক্টোবরে হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর টানা ছয় মাস ধরে গাজায় হামলা করে যাচ্ছে ইসরায়েল। এতে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যাও লাখ ছোঁয়ার পথে।