স্পেনের মডেল ও পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। বর্তমানে রোনালদোর সাথে সৌদি আরবে বসবাস করছেন তিনি।
সৌদিতে বসবাস সম্পর্কে জর্জিনা জানালেন, দেশটিতে বসবাস করতে তিনি বেশ নিরাপদ অনুভব করছেন।
জর্জিনা জানালেন, তিনি আরব্য জীবনের সাথে খুব সহজেই মানিয়ে নিয়েছেন। মরু ‘বালুর দুন’ তিনি উপভোগ করছেন বেশ ভালোভাবেই। আরবের আতিথেয়তা ও সংস্কৃতি তাকে বেশ মুগ্ধও করছে। তিনি সৌদির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিয়মিত।
সৌদির সুগন্ধি (পারফিউম) ব্রান্ড লাভেরনের সাথে একযোগে কাজ করছেন জর্জিনা। তাদের একটি প্রচারণাতে অংশ নিয়েই তিনি তার আরব্য জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
এক ভিডিওতে নিজের পরিচয় দিতে গিয়ে জর্জিনা বলেছেন, ‘মারহাবা, আমি জর্জিনা।’ সৌদি সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এই দেশে বেশ নিরাপদ অনুভব করছি। এখানকার পারিবারিক মূল্যবোধও বেশ ভালো।’
মরুভূমিতে ঘোরার অভিজ্ঞতা নিয়ে জর্জিনা বলেছেন, ‘এই ভূস্বর্গের সাথে যুক্ত হতে পেরে আমি বেশ আনন্দিত। সৌদি মরুর ক্ষমতা ও জাদু অবিশ্বাস্য।’
সৌদির রমজানের অভিজ্ঞতা জানাতে গিয়ে রোনালদোর প্রেমিকা বলেছেন, ‘প্রকৃত জায়গা থেকে রমজানের স্বাদ নিতে পারা আমার জন্য বিশেষ কিছু।’
২০১৬ সাল থেকে রোনালদোর সাথে আছেন জর্জিনা।
সূত্র: খালিজ টাইমস