বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ভারতীয় তারকা থেকে আন্তর্জাতিক স্তরে উত্তরণ হয়েছে তার। বর্তমানে দাপটের সঙ্গে কাজ করছেন হলিউডেও। অভিনেত্রীর পাশাপাশি এখন সফল উদ্যোক্তাও তিনি।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় হাত পাকিয়েছেন আগেই। উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই সফল এক প্রসাধনী সংস্থার মালিক তিনি। নিউ ইয়র্কে ‘সোনা’ নামক একটি রেস্তরাঁও খুলেছিলেন বছর দুয়েক আগে। সেই রেস্তরাঁর ব্যবসা থেকে এবার হাত গুটিয়ে নিলেন প্রিয়াঙ্কা। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।