কেন মোদিকে নিজের হাতে রান্না করা মাছ খাওয়াবেন মমতা?

0

দেশে যার যা ইচ্ছা, তিনি তা-ই খাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বরং এক বার মাছ খেয়ে দেখুন। তিনি নিজে হাতে রান্না করে খাওয়াবেন। সোমবার ব্যারাকপুরের সভায় দাঁড়িয়ে ‘মোদিবাবু’কে সেই প্রস্তাবই দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেই সঙ্গে মমতা ‘কথা’ দিলেন, মোদি রাজি হলে অন্য কাউকে দিয়ে রান্না করাবেন না। এমনকি, মোদি যদি বলেন, তা হলে তিনিও ধোকলা খেতে রাজি। কারণ, তার কাছে ‘জাতপাত’ বলে কিছু নেই।

আজ সোমবার ব্যারাকপুরেও সেই কথাই বললেন মমতা। তিনি বলেন, ‘‘মোদি এখন বলে বেড়াচ্ছেন, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তা হলে কি ব্যাঙের ছাতা খাবে? আপনি জোগাড় করে দিন। যার যা ইচ্ছা খাবে। যে নিরামিষ ভালবাসে, সে নিরামিষ খাবে। যে আমিষ খায়, সে তা-ই খাবে। এ দেশ আমাদের সকলের। নানা ভাষা নানা মত নানা পরিধান।’’ 

এর পরেই একের পর এক মাছের পদের নাম করে তিনি মোদিকে মাছ খেয়ে দেখার পরামর্শ দেন। তার কথায়, ‘‘কেউ বিরিয়ানি ভালবাসে, কেউ চিংড়ি পটল ভালবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালবাসে। মোদিবাবু, আপনি খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন? খেয়ে দেখবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না, নিজে রান্না করব।’’ 

মমতা এ-ও জানিয়েছেন, ছোট থেকে রান্না করে এসেছেন। তিনি রান্না জানেন। আবার মোদি যদি তাকে ধোকলা বা দোসা খেতে বলেন, তাও তিনি খেতে পারেন। তার কথায়, ‘‘আমি ভালবেসে খাব। আমার কাছে জাতপাত বলে কিছু নেই।’’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here