শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহকে প্রধান কোচ হিসেবে উড়িয়ে আনার পরই শোনা গিয়েছিল এবার সহকারী কোচের ভূমিকায় বাংলাদেশিদেরই দেখতে চায় নাজমুল হাসান পাপনের বোর্ড। তবে দেশিদের কেউ নাকি হাথুরুর সহকারী হতে আগ্রহ দেখায়নি। তাই এবার আরেক প্রোটিয়াকে টাইগারদের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এবার জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের ভূমিকায় দুই বছর থাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাস। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই কাজ শুরু করবেন এই প্রোটিয়া।
ভিন দেশি কেউ যে পদ নিয়ে বেশ রোমাঞ্চিত। দেশি কোচরা সেই পদকেই কেন পছন্দ করলেন না। কেন তারা ঘরের লক্ষ্মী পায়ে ঠেললেন? সেই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপাড়ায়।
অনেকে দেশি কোচ এর আগে বেশ কয়েকবার অভিযোগ করেছেন, বিসিবি তাদের যোগ্য কদরটুকু দিতে চায় না। কারো মতে, বিসিবি কর্তাদের মর্জিমাফিক কাজ না করলে পদ পেলেও সেখানে টিকে থাকা কঠিন। তাই মানসম্মানের স্বার্থে তারা ওই পদে বসতে চান না। কেউ আবার বলছেন, বিদেশিদের যা বেতন দেওয়া হয়, দেশিদের বেলায় নাকি বিসিবির হাত দিয়ে সহজে জল গলতে চায়। দেশিরা পদে পদে নানা রকমের বৈষম্যের শিকার।
সাকিব তামিমদের গুরু হিসেবে পরিচিত কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও সেই বৈষম্যের কথা বারবার বলেছেন। জাতীয় দলের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককেও একই কথা বলতে শোনা গেছে। ক্রিকেট বোর্ডের এক পরিচালক খালেদ মাহমুদ সুজনও এ নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সঠিক মূল্যায়নের অভাবে দুয়েকবার অভিমানী হতে দেখা গেছে তাকে।
শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হতে স্থানীয়দের সুযোগ দিতে চেয়েছিল বিসিবি। বিস্ময়কর বিষয় হল, বিসিবির সেই লোভনীয় প্রস্তাবে নাকি যথেষ্ট সাড়া মেলেনি। সহকারী কোচ হতে নাকি কেবল আবেদন করেছিলেন মিজানুর রহমান।!