কেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিলওয়াল, জানালেন নিজেই

0

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।

রবিবার দেশটির থাট্টা এলাকায় দলীয় সমাবেশে তিনি বিষয়টি প্রকাশ করেন।

দেশটির প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই প্রধানমন্ত্রী হিসেবে দলের মহাসচিবের নাম ঘোষণা করেছে। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধানমন্ত্রী হিসেবে দলের নেতা শেহবাজ শরিফের নাম ঘোষণা করেছে। তবে এ ব্যাপারে এখনও নিজেদের দূরে রেখেছে পাকিস্তান পিপলস পার্টি।

পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি রবিবার জানান, তাকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, “আমাকে বলা হয়েছিল- ‘আমাদের তিন বছরের জন্য প্রধানমন্ত্রী থাকতে দিন এবং তারপরে আপনি বাকি দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারবেন।’ কিন্তু আমি এটি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি, আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করার পর আমি প্রধানমন্ত্রী হব।” সূত্র: ডন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here