ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে বিশেষ সুবিধা দেবে না ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের সময় পাকিস্তান ক্রিকেট দলের জন্য আলাদা কোনও ব্যবস্থা থাকবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘এক দিনের বিশ্বকাপ খেলতে পাকিস্তানের ক্রিকেট দল ভারতে আসবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য দলগুলির মতো সমান আতিথেয়তা পাবে পাকিস্তানের দলও। সব ব্যবস্থা একই রকম থাকবে।’
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এক দিনের বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচ হবে আমদাবাদে। বিশ্বকাপের সূচি পরিবর্তন হওয়ার পর এই ম্যাচ হবে ১৪ অক্টোবর। পাকিস্তান বিশ্বকাপ অভিযান শুরু করবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচ হবে হায়দরাবাদে। লিগ পর্বে পাকিস্তানকে খেলতে হবে বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতাতেও। আমদাবাদ ছাড়া বাকি চারটি শহরে দু’টি করে ম্যাচ খেলবেন বাবরেরা। ফাইনালে উঠলে তাঁদের খেলতে হবে আমদাবাদে।