ইউক্রেনের ২১তম ব্রিগেড চলমান যুদ্ধে অন্তত ৭টি সুইডিশ স্ট্রিডসভাগেন ১২২ ট্যাংক হারিয়েছে। এই ব্রিগেডটি মূলত সুইডেনের তৈরি বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করে। তাদের কাছে ১০টি সুইডিশ ট্যাংক ছিলো। এ ট্যাংকগুলো মূলত জার্মানির লেপার্ড ২এ৫ ট্যাংকের একটি সংস্করণ। ইউক্রেন বেশিরভাগ ট্যাংক হারিয়েছে টার্নি এলাকার বাইরের ওই দুই বর্গমাইল এলাকাতে।
তবে যুদ্ধ বিষয়ক ডাচ গবেষণাগোষ্ঠী ওরিক্সের বিশ্লেষকেরা বলছেন, ৬৯ টনের চারজন চালিত ট্যাংকগুলোর কেবল একটি ‘বিধ্বস্ত’ হয়েছে। মাইন, ট্যাংক-বিধ্বংসী মিসাইল ও আক্রমণকারী ফার্স্ট-পার্সন-ভিউ ড্রোনের হামলার মুখে পড়ে বাকি ট্যাংকগুলো আদতে চালকরা ফেলে পালিয়েছে।
ইউক্রেন ট্যাংকগুলো উদ্ধার করে সেগুলোকে লিথুয়ানিয়ায় মেরামতের জন্য পাঠাতে চায়। অন্যদিকে রাশিয়ার উদ্দেশ্য এই বাহনগুলো পরীক্ষা করা। তবে এখন পর্যন্ত এ প্রতিযোগিতায় ইউক্রেন এগিয়ে রয়েছে। ইউক্রেনযুদ্ধ বিশ্লেষক অ্যান্ড্রু পারপেচুয়া স্যাটেলাইট ছবি নিরীক্ষা করে জানিয়েছেন, ইউক্রেন অতিসম্প্রতি পরিত্যক্ত পাঁচটি ট্যাংকের ৩টি ইতোমধ্যে ওই এলাকা থেকে সরিয়ে এনেছে।