কেন ক্যাটরিনার প্রেমে পড়েছেন জানালেন ভিকি

0

বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ‘মাসান’ অভিনেতা জানালেন কেন ও কখন ক্যাটরিনার প্রেমে মজেছেন।

ভিকি যখন থেকে ব্যক্তিগতভাবে ও কাছ থেকে ক্যাটরিনাকে জানতে শুরু করেন, তখনই প্রেমে পড়েন। একই সময় বুঝতে পেরেছিলেন ক্যাটরিনাকে জীবন সঙ্গী হিসেবে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন ভিকি।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ৯ ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করেন। বিয়ের আগে হবু দম্পতি কখনও প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। যদিও অপ্রকাশ্য সম্পর্কটি বরাবরই বলিউডে ‘টক অব দ্য টাউন’ হয়েছিল।

ভিকি জানান, যখন তারা একে অপরকে সময় দেওয়া শুরু করেন, বুঝতে পারেন এ সম্পর্ক থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু চান। 

ভিকি বলেন, “আমাদের সম্পর্কে বিয়ে নিয়ে কোনও গোপনীয়তা ছিল না। শুরু থেকেই জানতাম আমাদের এই সম্পর্ক অনেক গভীর। এই সম্পর্ককে আমরা স্থায়ী করতে চাই। বিয়ে কখনওই এক পক্ষের প্রশ্ন ও অন্যপক্ষের উত্তর ছিল না। বিয়ে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল।”

তিনি আরও জানান, ক্যাটরিনার তারকা খ্যাতির জন্য বা জনপ্রিয়তা দেখে প্রেমে পড়েননি। ব্যক্তি ক্যাটরিনাকে যখন জানতে শুরু করেন তখন তার প্রেমে পড়তে শুরু করেন। ব্যক্তিত্বের প্রেমে পড়েছিলেন ভিকি।

ক্যাটরিনার প্রারম্ভিক মনোযোগ ভিকির কাছে ‘অদ্ভুত’ মনে হয়েছিল। তিনি বলেন, “প্রথম দিকে আমি তার মনোযোগ পেলে অদ্ভুত কিছু অনুভব করতাম। যখন ক্যাটরিনার সঙ্গে পরিচিত হলাম ও সময় কাটাতে শুরু করলাম তখন আমার কাছে মনে হল তার মতো মানুষের সঙ্গে আগে কখনও পরিচয় হয়নি আমার। কারো সম্পর্কে খারাপ কিছু বলতে শুনিনি তাকে। নিজের চারপাশের মানুষ সম্পর্কে, চারপাশের পরিবেশ সম্পর্কে খুব সহানুভূতিশীল ক্যাটরিনা। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়টি কাজ করেছে।”

বলিউডের তারকাদের প্রেমের ক্ষেত্রে সিনেমায় অভিনয় ও সেট ভাগাভাগি খুবই সাধারণ বিষয়। অবাক করা বিষয় হল- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখনও কোনও সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি। সামনে একসঙ্গে দেখা যাবে কি না তাও নিশ্চিত নয়। দুজনই এখন আলাদা প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সামনে ভিকির ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ ও ‘স্যাম বাহাদুর’ মুক্তি পাবে। ক্যাটরিনাকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ও ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here