ওয়াগনার বিদ্রোহের ইতি টানতে মধ্যস্থতা করেছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। সেই চুক্তির আওতায় সশস্ত্র গোষ্ঠীটির একটা অংশ রাশিয়া থেকে বেলারুশের দিকে যাচ্ছে। এমন খবরে আতঙ্কিত হয়ে উঠেছে বেলারুশের প্রতিবেশী দেশ পোল্যান্ড। আর যে কোনো ধরনের অস্থিরতা ঠেকাতে পোলিশ সরকার বেলারুশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
সীমান্তে কাঠের বেড়া ও খুটির পরিবর্তে উঁচু ধাতব বেড়া দেওয়া হয়েছে। বসানো হয়েছে থার্মাল ক্যামেরা ও বিশেষ স্পটলাইট।
পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা মিখাইল বুরা বলেছেন, ‘তারা আমাদের প্রতিবেশী এটাই বড় হুমকি। বেলারুশ পুরোপুরিভাবে আনপ্রেডিকটেবল।’ তিনি আরো বলেন, ‘আমরা এরইমধ্যে সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে ফেলেছি। ওয়াগনার সমস্যা সৃষ্টি করতে পারে। তবে সত্যিকারার্থে কেউ জানে না কেনো তারা সেখানে (বেলারুশে) যাচ্ছে এবং কিসের জন্য প্রস্তুত হচ্ছে।’
বিদ্রোহ প্রত্যাহারের পর ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঠিক কোনো হদিস পাওয়া যাচ্ছে না। কেউ মনে করছেন তিনি বেলারুশে আছেন। আবার বেলারুশের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াগনার বস রাশিয়ার ফিরে গেছেন।
সূত্র: বিবিসি