রাজধানী বার্লিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় পুলিশ। সাথে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীটি করছে একটি হিংস্র বণ্যপ্রাণীর খোঁজ।
ব্রান্দারবুর্গ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, রাতভর প্রাণীটিকে ধরতে অভিযান চলেছে। বৃহস্পতিবার সকালেও শত শত অফিসার প্রাণীটিকে ধরতে কাজ করছে।
বৃহস্পতিবার সকালে বার্লিন পুলিশ টুইটে ওই এলাকায় সতর্কতা জারি করে। ওই বার্তায় স্থানীয় বাসিন্দা ঘরে থাকতে বলা হয়েছে এবং তাদের পোষা প্রাণীকেও ঘরের বাইরে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।