নিজের টু্ইটার অ্যাকাউন্টের ‘নীল টিক’ গায়েব হয়ে যাওয়ায় বেশ চটেছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর।
টুইটার কর্তা ইলন মাস্ককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। মোটরসাইকেলে চড়ে তেড়ে গিয়ে টু্ইটার প্রধান ইলন মাস্ককে দেখে নেবেন শহিদ।
এর মধ্যে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়াসহ হিন্দি সিনেমার অনেক তারকা তাদের টুইটার একাউন্ট থেকে নীল টিক হারিয়েছেন। তবে অমিতাভ, প্রিয়াঙ্কা এরইমধ্যে নীল টিক ফিরেও পেয়েছেন।