কেন আটক হয়েছিলেন নেইমারের বাবা?

0

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বাবা নেইমার ডা সিলভাকে বৃহস্পতিবার আটক করা হয়েছিল। যদিও পরে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলেই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

নেইমারের রিও ডি জেনিরোর বাড়ি বানানোর কাজ করতে গিয়েই তিনি ব্রাজিলের পরিবেশ পুলিশের হাতে আটক হন। 

এই অভিযোগে মানগারাতিবা সিটি হল ও সিভিল পুলিশ যৌথভাবে অভিযানটি চালায়। এসময় তর্কাতর্কি করলে নেইমারের বাবাকে আটক করা হয়। তবে একটু পরই তাকে ছেড়ে দেওয়া হয়। 

মুক্তি পেলেও মোটা অঙ্কের জরিমানা গুণতে হবে নেইমারের বাবাকে। তাকে ৫ মিলিয়ন ব্রাজিলীয় রিয়েল জরিমানা করা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here