কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড় সংখ্যা বাড়ালো দক্ষিণ আফ্রিকা

0

২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড় সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২০ জন করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, বিয়ন ফোরটান, সিসান্ডা মাগালা ও রায়ান রিকেলটন।

২০২১ সালে কোলপ্যাক চুক্তি থেকে ফেরার পর প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন ওয়েইন পার্নেল। আগের চুক্তি থেকে এবার নেই তিন জন। এর মধ্যে বাদ পড়েছেন ইয়ানেমান মালান ও আন্দিলে ফেলুকওয়ায়ো। গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবে চুক্তিতে নেই ডোয়াইন প্রিটোরিয়াস।

ভারতে অনুষ্ঠেয় এই বছরের ওয়ানডে বিশ্বকাপে এখনও সরাসরি জায়গা করে নিতে পারেনি প্রোটিয়ারা। আগামী ৩১ মার্চ ও ২ এপ্রিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের দুটি ওয়ানডে তারা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সরাসরি বিশ্বকাপে খেলতে ম্যাচ দুইটি জিততেই হবে তাদের।  

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা:

টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here