কেনো ক্ষেপে গিয়েছিলেন তাওহিদ হৃদয়?

0

নুয়ান থুশারার বলে শান্ত ফেরেন। এরপরই থুশারা ভাঙেন তাওহিদ হৃদয়ের স্টাম্প। তবে তাওহিদ হৃদয় আউট হওয়ার পর মাঠে দেখা যায় উত্তেজনা।

শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাথে বাকবিতন্ডায় জড়ান তরুণ হৃদয়। তবে ঠিক কী কারণে ক্ষেপেছিলেন তাওহিদ তাৎক্ষণিক তা জানা জায়নি।

১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ছন্নছাড়া বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল।

লিটন দাস ধনঞ্জয়া ডি সিলভার শিকার হয়ে ফিরেছিলেন লিটন দাস। এরপর টাইগার শিবিরে ধস নামান নুয়ান থুশারা। একে একে তুলে নেন অধিনায়ক শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট।

এরপর ওপেনার সৌম্য সরকারকেও ফেরান থুশারা। তারপর ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হয়ে সাজঘরে ফেরেন মারকুটে ব্যাটার জাকের আলি।

৩২ রানেই ছয় উইকেট হারিয়ে চূড়ান্ত চাপে পড়ে বাংলাদেশ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৪ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here