কেনাকাটার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

0

এবার কেনাকাটার সুবিধা নিয়ে নতুন ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের নাম ‘ফ্লোস’। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জরুরি কেনাকাটা করা যাবে। ট্রেনের টিকিট থেকে শুরু করে খাবার অর্ডার করা কিংবা কোনো অ্যাপয়েন্টমেন্টও নেয়া যাবে।

একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের কার্টে পণ্য বা সেবা যোগ করবেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন।

শিগগিরই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে জানিয়ে হোয়াটসঅ্যাপ বলছে, ‘ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। ব্যবহারকারীদের অ্যাপের ভেতরেই আরো সেবা ও সুবিধা দেওয়া হবে। বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসায়ীদের সঙ্গে মেটা ভেরিফাই করার পরীক্ষা শুরু করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here