কেটের ক্যান্সারের খবরে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

0

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। বর্তমানে তার কেমোথেরাপি চলছে।

নিজেই বিষয়টি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট। বুধবার রেকর্ড করা এবং শুক্রবার প্রকাশিত একটি ভিডিও বার্তায় তার অবস্থার কথা জানান তিনি।

কেটের ক্যান্সারের খবরে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। তাতে বলা হয়েছে, কেটের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন মার্কিনিরা। তার এই খবর শুনে অবিশ্বাস্যভাবে বেদনাভারাক্রান্ত তারা। 

এই কঠিন সময়ে কেট মিডলটনের মানসিক শক্তি এবং বিরূপ প্রতিকূলতার বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়ে যাওয়ায় তার প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। 

বিবৃতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কেট মিডলটন তার শারীরিক অবস্থার আপডেট সাহসিকতকার সঙ্গে প্রকাশ করার পর তিনি বলেছেন, প্রিন্সেস (কেট মিডলটন) ও তার পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জাস্টিন ট্রুডো বলেন, কানাডিয়ানদের পক্ষ থেকে, তিনি যেহেতু চিকিৎসা নিচ্ছেন, তার প্রতি আমাদের সমর্থন প্রকাশ করছি ও তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।

কেট মিডলটনের দ্রুত ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করেছেন ব্রিটেনের সবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও বোরিস জনসন। তারা এক্সে (সাবেক টুইটার) বার্তা শেয়ার করেছেন।

লিবারেল ডেমোক্রেট নেতা এড. ডাভি বলেন, পুরো দেশের সঙ্গে তার দল এই কঠিন সময়ে তার দ্রুত আরোগ্য কামনা করছে। তারা আশা করেন রাজপরিবারকে এই কঠিন সময়ে তাদের গোপনীয়তা রক্ষায় স্পেস দেয়া হবে।

স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির ওয়েস্টমিনস্টার নেতা স্টিফেন ফ্লিনক বলেন, প্রিন্সেস অব ওয়েলসের বার্তাগুলো ক্যান্সার আক্রান্তদের জন্য সান্তনা ও সমর্থনের হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

নর্দান আয়ারল্যান্ডের ফাস্টমিনিস্টার মিশেলে ও’নেইল এবং ডেপুটি ফার্স্ট মিনিস্টার এমা লিটল-পেঙ্গেলি আশীর্বাণী পাঠিয়েছেন। সূত্র: দ্য টাইম, ওয়াশিংটন পোস্ট, ফোর্বস, মিরর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here