কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে যা বললো হাইকোর্ট

0

ভারতের আদালত বলেছে দিল্লির মতো রাজধানী শহরে একজন মুখ্যমন্ত্রীর পদ শুধু আনুষ্ঠানিক কোনো বিষয় নয়। এই পদের দায়িত্বপ্রাপ্তকে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিনই থাকতে হয়। তার অনুপস্থিতির কারণে শিশুদের বিনামূল্যে পাঠ্য বই, লেখার উপকরণ এবং ইউনিফর্ম দেয়া থেকে বঞ্চিত করা যেতে পারে না।

আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার বেঞ্চ বলেছেন, ‘জাতীয় স্বার্থ এবং জনস্বার্থ দাবি করে যে এই পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিই যোগাযোগহীন বা দীর্ঘ অনিশ্চিত সময়ের জন্য অনুপস্থিত থাকতে পারেন না।’

পিটিশনে বলা হয়েছে, শিক্ষাবর্ষের শুরুতে প্রশাসনিক বাধার কারণে প্রায় দুই লাখ শিক্ষার্থী মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here