কেজরিওয়ালকে চতুর্থবার তলব ইডির, বাড়ছে গ্রেফতারের আশঙ্কা

0

আবগারি দুর্নীতি মামলায় ফের অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৮ জানুয়ারি তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩ জানুয়ারি এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। সেই সমনকে ‘বেআইনি’ দাবি করে হাজিরা এড়িয়েছিলেন তিনি।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সংসদ সদস্য সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়।

গ্রেফতারের আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশী মারলেনা। আরেক আপ নেতা রাঘব চাড্ডাও বলেছিলেন, কেজরিকে গ্রেফতার করার ‘ছক’ করছে বিজেপি।

সেই আবহে ফের শনিবার ইডির সমন গিয়ে পৌঁছালো কেজরিওয়ালের কাছে। ফলে তাকে গ্রেফতার করা নিয়ে আপ শিবিরে বাড়ছে আশঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here